ছাড়া [ chāḍā ] ক্রি.
১. ত্যাগ করা (সংসার ছাড়বে);
২. পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া);
৩. যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?);
৪. মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল);
৫. দূর হওয়া (জ্বর ছেড়েছে);
৬. অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি);
৭. উপেক্ষা করা (ওর কথা ছাড়ো);
৮. ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না);
৯. শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে);
১০. জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও);
১১. ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া);
১২. স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে);
১৩. প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে);
১৪. নিক্ষেপ করা (বাণ ছাড়া);
১৫. অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো);
১৬. সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না);
১৭. নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)।
☐ বিণ.
১. পরিত্যক্ত (ছাড়া ভিটা);
২. বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া);
৩. স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু);
৪. বর্জিত (লক্ষ্মীছাড়া);
৫. বহির্ভূত (সৃষ্টিছাড়া)।
☐ বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছাড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)।
☐ অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)।
[পা. √ ছড্ড < √ ছর্দ্]।
ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)।
ছাড়াছাড়ি বি. বিচ্ছেদ।
Leave a Reply