ছাঁদা [ chān̐dā ] ক্রি.
১. বেষ্টন করা, জড়ানো;
২. বাঁধা, দোহনকালে গরুর পিছনের দুই পা দড়ি দিয়ে বাঁধা (গরু ছাঁদার দড়ি);
৩. ফাঁদা, পত্তন করা (বাড়ি ছাঁদা)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
☐ বি.
১. বেষ্টন (বাঁধাছাঁদা);
২. বন্ধন;
৩. নিমন্ত্রিত ব্যক্তি ভোজনশেষে যে খাদ্যবস্তু কাপড়ে বেঁধে নিয়ে যায় (ছাঁদা বাঁধা)।
[বাং. ছাঁদ (=বন্ধন) + বাং. আ]।
Leave a Reply