ছাওয়া [ chāōẏā ] বি. ক্রি.
১. আচ্ছাদন করা, আবৃত করা, ঢাকা (শুকনো পাতায় উঠোনটা ছেয়ে গেছে);
২. বিছানো, ছড়ানো, পরিব্যাপ্ত করা (মেঘে আকাশ ছেয়ে গেছে)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[বাং. √ ছাহ্ (< সং. √ ছদ্) + আ]।
ছাওয়ানো ক্রি. বি. আচ্ছাদিত বা আবৃত করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply