ছাই [ chāi ] বি.
১. ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে;
২. (আল.) অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয় (ও ছাই কেন খাচ্ছ ?);
৩. কিছুই নয় (তুমি ছাই জানো)।
[সং. ক্ষার]।
ছাইচাপা আগুন — যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না।
ছাইচাপা কপাল — ভাঙা কপাল; দুর্ভাগ্য।
ছাইপাঁশ বি. (আল.) আজেবাজে জিনিস।
ছাই ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন।
ছাইভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু।
Leave a Reply