ছন্ন [ channa ] বিণ.
১. আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম);
২. লুপ্ত, নষ্ট, অপসারিত (‘পাপতাপ হবে ছন্ন’: ভা. চ.)।
[সং. √ ছদ্ + ত]।
ছন্নছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)।
ছন্নমতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।
Leave a Reply