ছন্দ১ [ chanda ] বি.
১. প্রবৃত্তি, ঝোঁক;
২. অভিপ্রায় (ছন্দানুবর্তন, ছন্দানুসরণ);
৩. বশ্যতা (স্বচ্ছন্দে);
৪. ধরন, রকম (নানা ছন্দে)।
[সং. √ ছন্দ্ (গোপন) + অ]।
ছন্দানুগমন বি. ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে চলা বা করা।
ছন্দানুসরণ ছন্দানুগমন -এর অনুরূপ।
ছন্দানুগামী (-গামিন্), ছন্দানুসারী (-সারিন্) বিণ. ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে চলে বা করে এমন।
ছন্দানুবর্তন, ছন্দানুবৃত্তি বি. মন জোগানো; অন্যের ইচ্ছানুসারে চলা।
ছন্দানুবর্তী (-র্তিন্.) বিণ. পরের মন জুগিয়ে চলে বা পরের ইচ্ছানুসারে চলে এমন।
ছন্দ২, ছন্দঃ [ chanda২., chandḥ ] (-ন্দস্) বি.
১. পদ্যবন্ধ, নিয়মিত অংশে বিভক্ত পদ্যের রচনারীতি;
২. রচনার মাত্রা বা তাল, ছাঁদ।
[সং. √ ছন্দি + অস্ (অসুন)]।
ছন্দপতন, ছন্দপাত বি. পদ্যরচনায় তালভঙ্গ, পদ্যরচনায় অক্ষর বা মাত্রার আধিক্য বা ন্যূনতার জন্য নিয়মভঙ্গ।
ছন্দোভঙ্গ — ছন্দঃপতন -এর অনুরূপ।
Leave a Reply