ছদ্ম [ chadma ] (-দ্মন্) বিণ.
১. কপট, ছলনাকারী;
২. আচ্ছাদক।
[সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]।
ছদ্মনাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম।
ছদ্মবেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ।
ছদ্মবেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী।
স্ত্রী. ছদ্মবেশিনী।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply