ছড়ি [ chaḍi ] বি.
১. সরু লাঠি (ছড়ি হাতে বেড়ানো);
২. বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়।
[বাং.-তু. হি. ছড়ী < সং. যষ্টি?]।
ছড়িদার বি.
১. ছড়িধারী ব্যক্তি;
২. তীর্থস্হানে পাণ্ডার অনুচর।
ছড়িবরদার বি. সুসজ্জিত ভৃত্য, চোপদার।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply