ছড়১ [ chaḍ ] বি.
১. সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়);
২. ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি;
৩. লম্বা আঁচড় (‘বাছার গায়ে কতই ছড় গিয়াছে’: টেকচাঁদ ঠাকুর)।
[বাং. ছড়ি]।
ছড়২ [ chaḍ ] বি. চামড়া, ছাল (‘অভাগী ফুল্লরা পরে হরিণের ছড়’: ক. ক.)। [সং. ছল্লি]।
Leave a Reply