ছেদ [ chēda ] বি.
১. ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ);
২. বিরাম (বৃষ্টির ছেদ নেই);
৩. ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ);
৪. দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)।
[সং. √ ছিদ্ + অ]।
ছেদক বিণ. ছেদনকারী।
ছেদন বি. ১. কর্তন; ২. নাশন (বন্ধন ছেদন)।
ছেদবি. ছেদনের অস্ত্র।
ছেদনীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)।
ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত।
Leave a Reply