ঘুরানো, ঘোরানো ক্রি.
১. ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব);
২. পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ;
৩. ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো;
৪. বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)।
Leave a Reply