ঘুসা১, ঘুসো১ [ ghusā, ghusō ] বি. ছোট চিংড়িমাছবিশেষ।
[দেশি]।
ঘুসা২, ঘুসি, ঘুসো২ [ ghusā, ghusi, ghusō ] বি.
১. মুষ্টি;
২. মুষ্টি দিয়ে প্রহার।
[দেশি-তু. হি. ঘুস্সা, ঘুসা]।
ঘুসি মারা ক্রি. বি. মুষ্ট্যাঘাত করা, হাতের মুঠি দিয়ে আঘাত করা।
ঘুসি লড়া ক্রি. মুষ্টিযুদ্ধ করা।
ঘুসাঘুসি, ঘুসোঘুসি বি. ঘুসির লড়াই, মুষ্টিযুদ্ধ, boxing.
Leave a Reply