ঘাড় [ ghāḍ ] বি. গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ (বোঝা ঘাড়ে নেওয়া)।
[প্রাকৃ. ঘাড় < সং. ঘাটা (=গ্রীবার পশ্চাদ্ভাগ)]।
ঘাড় ভাঙা ক্রি . বি . কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা
ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রি. বি.
১. কাঁধে তুলে নেওয়া;
২. (আল.) দায়িত্ব বা ভার গ্রহণ করা।
ঘাড়ে চাপা ক্রি. বি.
১. আশ্রয় করা;
২. গলগ্রহ হওয়া।
ঘাড়ে দুটো মাথা থাকা ক্রি. অত্যন্ত দুঃসাহস হওয়া (আমার ঘাড়ে তো দুটো মাথা নেই)।
ঘাড়ধাক্কা বি. গলাধাক্কা; (আল.) তাড়িয়ে দেওয়া (গলাধাক্কা খাওয়া, গলাধাক্কা দেওয়া)।
ঘাড়ে-গর্দানে বিণ গজস্কন্ধ; অত্যন্ত স্হূল বা মোটাসোটা (ঘাড়ে-গর্দানে চেহারা; বেশ ঘাড়ে-গর্দানে হয়েছে)।
Leave a Reply