ঘৃণা [ ghṛṇā ] বি.
১. (নোংরামির কারণে) বিরাগ; বিদ্বেষ; বিতৃষ্ণা; অবজ্ঞা ও অশ্রদ্ধা;
২. লজ্জাবোধ বা অপমানবোধ (গালাগালিতে তার ঘৃণা হয় না);
৩. দয়া, করুণা।
[সং. √ঘৃণ্ + অ + আ]।
ঘৃণার্হ, ঘৃণ্য বিণ. ঘৃণার যোগ্য।
ঘৃণাস্পদ বিণ. ঘৃণার পাত্র।
ঘৃণিত বিণ.
১. ঘৃণা করা হয়েছে এমন;
২. ঘৃণার বিষয়ীভূত;
৩. কদর্য, গর্হিত (ঘৃণিত কাজ)।
ঘৃণী (-ণিন্) বিণ. ১. ঘৃণাকারী; ২. দয়ালু।
Leave a Reply