ঘেঁষ১, ঘেঁস১ [ ghēm̐ṣa, ghēm̐sa ] বি.
১. পাথুরে কয়লার ছাই;
২. ভাঙা বাড়ির ইট-পাথরের গুঁড়োর স্তূপ।
[দেশি]।
ঘেঁষ২, ঘেঁস২ [ ghēm̐ṣa, ghēm̐sa ] বি.
১. ছোঁয়া; স্পর্শ;
২. সংস্রব।
☐ বিণ. ঘনিষ্ঠ (ঘেঁষ হয়ে বসা)।
[সং. ঘর্ষ]।
ঘেঁষা, ঘেঁসা ক্রি. বি.
১. স্পর্শ করা;
২. কাছাকাছি যাওয়া; নিকটবর্তী হওয়া (দেয়াল ঘেঁষে দাঁড়াও, সে আমাকে কাছে ঘেঁষতে দেয় না) ;
৩. ঘনিষ্ঠ হওয়া।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply