ঘুর [ ghura ] বি.
১. ঘূর্ণন, পাক, চক্র (ঘুর দেওয়া);
২. ঘূর্ণি রোগ (ঘুর লেগেছে) ;
৩. দূরের পথ (পৌঁছতে ঘুর পড়বে);
৪. ঘোরপ্যাঁচ (তার কথাটায় কোনো ঘুর ছিল না)।
☐ বিণ.
১. অসরল, সোজার বিপরীত (ঘুর পথ);
২. গাঢ় (ঘুরঘুট্টি)।
[সং. ঘূর্ণ]।
ঘুরন্ত বিণ. ঘুরছে এমন (ঘুরন্ত চাকা)।
ঘুরপথ বি. ঘোরা পথ, কুটিল বা বাঁকা পথ, সোজা পথের বিপরীত।
ঘুরপাকা বি. চক্রাকারে পরিক্রমণ বা ঘোরা।
ঘুরপাক খাওয়া ক্রি. (ক্রমাগত) চক্রাকারে পরিক্রমণ করা; ঘূর্ণিত হওয়া।
ঘুরপেঁচ, ঘুরপ্যাঁচ, ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ বি. জটিলতা, কুটিলতা (তার মনে মোটেই ঘোরপ্যাঁচ নেই)।
Leave a Reply