ঘোড়া [ ghōḍ়ā ] বি.
১. অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত;
২. দাবা খেলার বলবিশেষ;
৩. বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি।
[সং. ঘোটক]।
স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি।
ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ।
ঘোড়ার ডিম – অলীক বা অসম্ভব বস্তু।
ডিম দ্র।
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা।
ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা।
ঘোড়ামুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট।
স্ত্রী. ঘোড়ামুখি।
ঘোড়ামুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ।
ঘোড়ারোগ বি.
১. উত্কট বাতিক;
২. গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি;
৩. ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা।
ঘোড়াশাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা।
Leave a Reply