ঘুষা, ঘোষা [ ghuṣā, ghōṣā ] ক্রি.
১. ঘোষণা করা;
২. উচ্চৈঃস্বরে আবৃত্তি করা (নামতা ঘোষা)।
☐ বি. উক্ত অর্থে।
[সং. √ঘুষ্ (শব্দ করা) + বাং. আ]।
ঘুষানো ক্রি. (অন্যের দ্বারা) ঘোষিত করানো বা আবৃত্তি করানো (ছেলেটি ক্লাসের ছেলেদের নামতা ঘোষাচ্ছে)।
☐ বি. উক্ত অর্থে।
Leave a Reply