ঘানি [ ghāni ] বি. সরষে তিল প্রভৃতি পিষে তেল বার করার যন্ত্রবিশেষ।
[দেশি]।
ঘানিগাছ বি. যে মোটা খুঁটিতে বেঁধে তার চার দিকে ঘানি ঘোরানো হয়।
ঘানি টানা ক্রি. বি. (এককালে জেলের কয়েদিদের ঘানি টানতে হত বলে) কারাদণ্ড ভোগ করা।
শক্ত ঘানি বি.
১. যার কাছে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না;
২. কঠিন পরিশ্রমের কাজ।
Leave a Reply