ঘোলা [ ghōlā ] বিণ.
১. আবিল, অস্বচ্ছ (ঘোলা চোখে দেখা, ঘোলা দৃষ্টি);
২. কর্দমাক্ত, কাদা-গোলা (ঘোলা জল)।
☐ ক্রি. ঘুলা -র চলিত রূপ।
[সং. ঘোল + বাং. আ (সাদৃশ্যার্থে)]।
ঘোলাটে বিণ. ঈষত্ ঘোলা।
ঘোলানো ক্রি. বি. ঘুলানো-র চলিত রূপ।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply