ঘুলা [ ghulā ] ক্রি.
১. নেড়ে ঘোলা করা বা ঘোলা হওয়া;
২. আলোড়িত করা বা হওয়া ;
৩. মিশিয়ে দেওয়া বা মিশে যাওয়া;
৪. জটিল করা বা হওয়া;
৫. বিভ্রান্ত করা বা হওয়া (বুদ্ধি ঘুলিয়ে যাওয়া, বুদ্ধি ঘুলিয়ে দেওয়া)।
[তু. হি. ঘুলনা]।
ঘুলানো ক্রি. বি. ঘুলা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply