ঘুঘু [ ghughu ] বি.
১. পায়রাজাতীয় পাখিবিশেষ;
২. (আল.) অতি ধূর্ত ও ফন্দিবাজ লোক।
[ধ্বন্যা.]।
ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি (আল.) ঘুঘু পাখির আনন্দে বিচরণই দেখছ, তার ফাঁদে পড়ার যন্ত্রণা দেখনি-অর্থাত্ আনন্দ আর আরামই ভোগ করেছ বা আরামের কথাই ভাবছ, দুঃখকষ্টের কথা ভাবছ না।
Leave a Reply