সারল্য ও আগুন একসাথে থাকে
সারল্য মাঝে মাঝে বেড়াতে আসে শহরের বাগানবাড়িতে
গ্রাম-প্রকৃতির নিবিড় নির্জনতা যখন তাকে
চেপে ধরে ঘাড়ে ও মাথায়
সে আবার ছুটে যায় বড় রাস্তার ভিড়ে,
নিজেকে নতুন করে খুঁজে পায় আত্মনৈঃসঙ্গের তীরে!
হায়, টানাপোড়েনের সবুজ আগুন!
তাকে ফের নিয়ে চলে কাঁটাযুক্ত গাছের ছায়ায়।
নদীকূলের ওই গাছে ছোটপাখি ভালোবাসে
পাতার অবিরল সরসর!
তখন স্নিগ্ধ চিন্তায় ভরে ওঠে ভাবুকের অবসর।
সারল্য মাঝে মাঝে বেড়াতে আসে শহরের বাগানবাড়িতে
তার কথা মনে করে অনামিকা ফুল ফোটে ব্যক্তিগত শীতে,
সারল্য একবার তল্পিতল্পাসহ গ্রামের বাড়িতে
চলে গেলে আর সহজে আসে না
কাঁটাবিদ্ধ হলে আর সহজে হাসে না সবুজ প্রেমিক।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০১১
Leave a Reply