ঘাঁটা১ [ ghān̐ṭā১. ] ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[সং. √ঘট্ট + বাং. আ]।
ঘাঁটাঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন।
ঘাঁটানো ক্রি. বি.
১. নাড়ানো ;
২. উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
ঘাঁটা২ [ ghān̐ṭā২. ] বি. কড়া (হাতে ঘাঁটা পড়ে গেল)।
[দেশি]।
Leave a Reply