ঘাঁটি [ ghān̐ṭi ] বি.
১. প্রহরীর থাকবার স্হান, চৌকি;
২. প্রবেশপথ বা পথের সন্ধিস্হল;
৩. যুদ্ধরত সৈনিকদের অবস্হিতিস্হান, থানা, আড্ডা (ঘাঁটি স্হাপন করা)।
[সং. ঘট্ট]।
ঘাঁটিয়াল বি. ঘাঁটির প্রহরী বা অধ্যক্ষ।
ঘাঁটি আগলানো ক্রি. বি. প্রবেশপথ রক্ষার জন্য পাহারা দেওয়া।
Leave a Reply