ঘন [ ghana ] বি.
১. মেঘ (ঘনঘটা);
২. (গণি.) সমান তিন রাশির গুণফল, cube যেমন, ২.x২.x২.=৮.; ৩. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid.
☐ বিণ.
১. নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ;
২. অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ;
৩. ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি);
৪. জমাট, মোটা (ঘন কাপড়);
৫. প্রবল, গভীর (ঘন বরষা);
৬. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)।
[সং. √হন্ + অ]।
ঘনকৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ।
ঘনঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ।
ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)।
ঘনঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়।
ঘনতা, ঘনত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা।
ঘনফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল।
ঘনবসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে।
ঘনবিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন।
ঘনবীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ।
ঘনমূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root.
ঘনশ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ।
☐ বি. ১. শ্রীকৃষ্ণ; ২. রামচন্দ্র।
ঘনসার বি. ১. কর্পূর; ২. চন্দন ; ৩. পারদ।
Leave a Reply