ঘা [ ghā ] বি.
১. আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে);
২. প্রহার (দিয়েছি ঘা-কতক) ;
৩. ক্ষত (ঘায়ে মলম লাগানো);
৪. মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ);
৫. শোক;
৬. ক্ষতি (ব্যাবসায় ঘা।
[সং. ঘাত-তু. সাঁও. ঘাও]।
ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)।
ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া।
ঘা দেওয়া ক্রি. বি. ১. (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; ২. (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)।
ঘা মারা ক্রি. বি. আঘাত করা।
ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)।
ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)।
ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন।
ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া।
ঘা-কতক বি. বেশকিছু প্রহার।
ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া।
ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা।
খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা।
Leave a Reply