ঘষা [ ghaṣā ] ক্রি. ঘর্ষণ করা (গা ঘষা)।
☐ বি. ঘর্ষণ (ঘষা লেগেছে)।
☐ বিণ.
১. ঘর্ষিত (ঘষা কাচ);
২. ক্ষয়প্রাপ্ত (ঘষা পয়সা)।
[সং. √ঘৃষ্ + বাং. আ]।
ঘষা ঘষা বিণ. সামান্য ঘষা, ঘষাভাবযুক্ত।
ঘষাঘষি বি. ১. পরস্পর ঘর্ষণ; ২. ক্রমাগত ঘর্ষণ।
ঘষামাজা বি. ঝকঝকে করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা।
ঘষে মেজে অস-ক্রি. নানাভাবে চেষ্টাচরিত্র করে; তোয়াজ-তদারক করে।
Leave a Reply