ঘষটা, ঘষড়া [ ghaṣaṭā, ghaṣaḍā ] ক্রি.
১. ঘষে ঘষে টানা;
২. ক্রমাগত ঘষা;
৩. হেঁচড়ানো ;
৪. রগড়ানো;
৫. (আল.) ক্রমাগত আবৃত্তি, অভ্যাস বা চেষ্টা করা।
[সং. √ঘৃষ্ + বাং. টা, ড়া]।
ঘষটানো, ঘষড়ানো ক্রি. বি. ঘষটা, ঘষড়া।
☐ বিণ. উক্ত সমস্ত অর্থে।
ঘষটানি, ঘষড়ানি বি. ঘর্ষণ; হেঁচড়ানি; রগড়ানি।
Leave a Reply