ঘড়ি [ ghaḍi ] বি.
১. সময়নিরূপক যন্ত্রবিশেষ (ঘড়ি ধরে কাজ করো);
২. ঘণ্টা, আড়াই দণ্ড (দু-ঘড়ি)।
[সং. ঘটী]।
ঘড়ি-ঘড়ি ক্রি-বিণ.
১. ঘণ্টায় ঘণ্টায়;
২. প্রতি মুহূর্তে;
৩. বারংবার।
ট্যাঁকঘড়ি, পকেট ঘড়ি — বি. যে ঘড়ি ট্যাঁক বা পকেটে রাখা হয়।
দেওয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি — বি. যে-ঘড়ি দেওয়ালে আটকে রাখা হয়।
পেটা ঘড়ি বি. যে ঘড়ি পিটিয়ে বাজাতে হয়-যে ঘড়ি আপনা-আপনি বাজে না।
সূর্য ঘড়ি — বি. যে ঘড়িতে দিনের বেলা রোদের ছায়া দেখে সময় নিরূপণ করা হয়।
হাত ঘড়ি — বি. যে ঘড়ি কব্জিতে বাঁধা হয়।
Leave a Reply