ঘটা১ [ ghaṭā ] বি.
১. ঘটন;
২. সমারোহ, জাঁকজমক (ছেলের বিয়েতে খুব ঘটা হয়েছিল) ;
৩. সম্মিলন (গজঘটা);
৪. শোভা (পোশাকের কী ঘটা) ;
৫. (প্রা. ম. বাং.) সমূহ (‘অনঙ্গ তরঙ্গ হোলো উলঙ্গের ঘটা’)।
[সং. √ঘট্ + অ + আ]।
ঘটা২ [ ghaṭā ] ক্রি.
১. সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে);
২. সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ;
৩. পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)।
☐ বি. সংঘটন।
[বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]।
ঘটানো ক্রি.
১. সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে);
২. সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)।
☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)।
☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।
Leave a Reply