ঘ্রাণ [ ghrāṇa ] বি.
১. গন্ধ (ঘ্রাণ নেওয়া);
২. গন্ধগ্রহণ (ঘ্রাণশক্তি);
৩. ঘ্রাণেন্দ্রিয়, নাক। [সং. √ঘ্রা + অন]।
ঘ্রাণজ বিণ.
১. ঘ্রাণেন্দ্রিয় বা নাক থেকে উত্পন্ন;
২. আঘ্রাণের বা গন্ধগ্রহণের ফলে উত্পন্ন।
ঘ্রাণতর্পণ বি.
১. ঘ্রাণেন্দ্রিয়ের তৃপ্তিসাধন;
২. অতিশয় সুগন্ধ।
ঘ্রাণশক্তি বি. গন্ধ উপলব্ধি করার ক্ষমতা, গন্ধ গ্রহণের ক্ষমতা।
ঘ্রাণেন্দ্রিয় বি. নাক।
Leave a Reply