ঢুকা, ঢোকা [ ḍhukā, ḍhōkā ] ক্রি. ভিতরে যাওয়া, প্রবেশ করা (ঘরে ঢোকা)।
☐ বি. উক্ত অর্থে।
[প্রাকৃ. √ ঢুক্ক < সং. √ ঢৌক্-তু. হি. √ ঢুক্]।
ঢুকানো, ঢোকানো ক্রি. ভিতরে প্রবেশ করানো (এতগুলো কাপড় এত ছোট বাক্সে ঢুকানো যায় না)।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply