ঢু, ঢুঁ [ ḍhu, ḍhu ] বি. মাথা বা শিং দিয়ে গুঁতো (ঢুঁ মারা)। [দেশি]। ঢু দেওয়া, ঢুঁ দেওয়া বি. ক্রি. ১. মাথা বা শিং দিয়ে গুঁতো দেওয়া; ২. (আল.) কোথাও আড্ডা দিতে যাওয়া (তার বাড়িতে একবার ঢুঁ দিয়ে আসি)। Category: ঢ, বাংলা অভিধানপূর্ববর্তী:« ঢীটপরবর্তী:ঢু দেওয়া »
Leave a Reply