গেঁড়া, গ্যাঁড়া [ gēn̐ḍā, gyān̐ḍā ] বি. (অশা.) আত্মসাত্ করা, অপহরণ (গেঁড়া দেওয়া, গেঁড়া মারা)।
☐ বিণ. বেঁটে (গেঁড়ামতন ছেলে)।
[দেশি]।
গেঁড়াকল, গ্যাঁড়াকল বি. লোককে ঠকাবার কৌশল; বিপদ, ফাঁদ (আচ্ছা গেঁড়াকলে পড়েছি তো!)।
গেঁড়ানো, গ্যাঁড়ানো ক্রি. আত্মসাত্ বা চুরি করা, হাতানো (সে নিশ্চয় ওটা গেঁড়িয়েছে)।
☐ বি. চুরি।
☐ বিণ. হাতানো বা চুরি করা হয়েছে এমন (গ্যাঁড়ানো পেনটা)।
Leave a Reply