গো১ [ gō ] অব্য. সম্বোধনসূচক শব্দবিশেষ (আজ আমি যাব না গো, সে কী গো)।
[সং. অঘোঃ > বাং. ওগো]।
গো২ [ gō ] বি.
১. ধেনু, গাভী, গোরু;
২. গোজাতি;
৩. বৃষ;
৪. ইন্দ্রিয় (গোচর);
৫. পৃথিবী (গোপতি)।
[সং. √গম্ + ও]।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply