থান১ [ thāna১. ] বি.
১. অখণ্ড কাপড়, একবারে বোনা বস্ত্রখণ্ড (জামার থান);
২. পাড়হীন সাদা ধুতি (তিনি থান পরেন)।
☐ বিণ.
১. অখণ্ড, গোটা (থান ইট);
২. পাড়হীন (থান ধুতি)। [হি.]।
থান২ [ thāna ] বি.
১. পীঠস্হান (পিরের থান);
২. ঠাঁই, স্হান, নিকট (‘ধর্মথানে পাইব মুকতি’: শূ. পু.)।
[সং. স্হান]।
Leave a Reply