গুলি১, গুলিন, গুলিন্ — গুলা১ -এর রূপভেদ।
গুলি২ [ guli ] বি.
১. যেকোনো ক্ষুদ্র গোলাকার বস্তু, গুটিকা (গুলি খেলা) ;
২. ওষুধের বড়ি, pill (হজমি গুলি, আমাশার গুলি) ;
৪. আফিম থেকে প্রস্তুত মাদকবিশেষ, চণ্ডু (গুলিখোর);
৫. বন্দুকের ছর্রা বা ধাতুগোলক, bullet.
[হি. গোলী < সং. √গুড়্ + অ + ই]।
গুলিখোর বি. বিণ. চণ্ডুসেবনকারী।
গুলিডাণ্ডা বি. খেলাবিশেষ ও তার উপকরণ; ডাংগুলি।
গুলিকা বি. গুটিকা; বটিকা; বন্দুকের গুলি।
গুলি মারা (অশা.) ক্রি. বি. তোয়াক্কা না করা; উপেক্ষা করা (গুলি মারো ওই চাকরিকে)।
Leave a Reply