গুণ [ guṇa ] বি.
১. ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ);
২. সদ্গুণ (গুণমুগ্ধ);
৩. উপকার, সুফল (শিক্ষার গুণ);
৪. ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ;
৫. দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ);
৬. (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম;
৭. (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ;
৮. জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে);
৯. (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য;
১০. (গণি.) পূরণ, গুণন (৫ কে ২ দিয়ে গুণ করা);
১১. বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি);
১২. ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ);
১৩. দড়ি, সুতো (‘গাঁথে বিদ্যা গুণে’: ভা.চ.) ;
১৪. নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি;
১৫. (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই > এ, উ > ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন।
[সং. √গুণ্ + অ]।
গুণ করা ক্রি. বি.
১. জাদু দিয়ে বশ করা;
২. পূরণ করা।
গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া।
গুণে ঘাট নেই
১. কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত;
২. (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত।
গুণক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়।
☐ বিণ. গুণকারক।
গুণকীর্তন বি. যশোগান, গুণের প্রচার।
গুণগরিমা, গুণগৌরব বি. সদ্গুণাবলির মহিমা।
গুণগ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া।
গুণগ্রাম বি. গুণাবলি।
গুণগ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন।
স্ত্রী. গুণগ্রাহিণী বি. গুণগ্রাহিতা।
গুণচট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি।
গুণজ্ঞ বিণ. গুণগ্রাহী।
গুণধর বিণ. ১. গুণবান; ২. (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)।
গুণধাম, গুণনিধি বি. গুণী ব্যক্তি।
গুণন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication.
গুণনীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন।
☐ বি. ওইরূপ রাশি, multiplicand.
গুণনীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor.
গুণপনা বি. নৈপুণ্য, দক্ষতা।
গুণফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product.
গুণবত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব।
গুণবাচক বিণ. গুণপ্রকাশক।
গুণবাদ বি. গুণবর্ণন।
গুণবান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী।
স্ত্রী. গুণবতী।
গুণবৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়।
গুণবৈষম্য বি. গুণের অসামঞ্জস্য।
গুণমণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি।
গুণময় বিণ. গুণসম্পন্ন।
স্ত্রী. গুণময়ী।
গুণমুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট।
স্ত্রী. গুণমুগ্ধা।
গুণশালী (-লিন্) বণ. গুণসম্পন্ন।
স্ত্রী. গুণশালিনী।
বি. গুণশালিতা।
গুণশূন্য, গুণহীন বিণ. যার গুণ নেই।
গুণসম্পন্ন বিণ. গুণযুক্ত।
গুণসাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি।
Leave a Reply