গোঁফ, গোঁপ [ gōm̐pha, gōm̐pa ] বি. পুরুষের নাকের নীচে ওষ্ঠের উপরে গজানো চুল বা লোম, মোচ (‘কারুর যদি গোঁফ গজায় একশো আনা ট্যাক্স চায়’: সু. রা.)।
[সং. গুম্ফ]।
গোঁফখেজুরে বিণ. খেজুরটি গোঁফের উপর এসে পড়েছে তবু সেটি মুখের মধ্যে পুরে নেবার চেষ্টা করে না এমন অলস; অত্যন্ত অলস।
গোঁফে তা
১. গোঁফ চুমরানো;
২. (আল.) সুযোগের অপেক্ষায় থাকা বা আরামে দিন কাটানো।
Leave a Reply