গোপাল১ [ gōpāla১. ] বি.
১. গোয়ালা;
২. রাখাল;
৩. শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম;
৪. রাজা;
৫. সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)।
[সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]।
গোপালক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল।
গোপালন বি. গোরুর পালন বা পরিচর্যা।
গোপাল২ [ gōpāla ] বি. গোরুর পাল।
[সং. গো + পাল (৬ষ্ঠী তত্)]।
Leave a Reply