গোত্র১ [ gōtra১. ] বি.
১. বংশ, কুল (নামগোত্রহীন);
২. বংশপ্রবর্তক ঋষির সন্তানপরম্পরা (শাণ্ডিল্য গোত্র)।
[সং. √গু (শব্দ বা কীর্তন করা) + এ (ষ্ট্টন্)]।
গোত্রজ বিণ. গোত্রে জাত; একই গোত্রে জাত, সগোত্র, জ্ঞাতি।
গোত্রীয় বিণ. বংশীয়।
গোত্র২ [ gōtra২. ] বি. পর্বত (গোত্রের প্রধান পিতা (অর্থাত্ হিমালয়); ভা. চ.)।
[সং গো (পৃথিবী) + √ত্রৈ + অ]।
গোত্রপ্রধান, গোত্রশ্রেষ্ঠ বি. হিমালয়।
গোত্রভিত্ (-দ্) বি. (পর্বত বিদীর্ণকারী) ইন্দ্র।
Leave a Reply