গোড়া [ gōḍā ] বি.
১. মূলদেশ; শিকড় (গাছের গোড়া);
২. সন্নিধান, নিকট (হাতের গোড়ায় সব জিনিস পাওয়া);
৩. ভিত, ভিত্তি, বনিয়াদ (গোড়াপত্তন করা);
৪. আদি, শুরু, সূত্রপাত (গোড়া থেকেই গল্পটা বলি, গোড়ায় গলদ);
৫. মূল কারণ (যত নষ্টের গোড়া)।
[বাং. গোড় + আ]।
গোড়াগুড়ি ক্রি-বিণ. সর্বপ্রথমে (গোড়াগুড়ি ব্যাপারটা কেউ জানত না); প্রথম থেকে (ঘটনাটা আমি গোড়াগুড়ি জানি)।
গোড়াপত্তন বি.
১. ভিত্তিস্হাপন;
২. সূত্রপাত, আরম্ভ। গোড়ায় গলদ শুরুতেই গোলমাল বা ত্রুটি।
Leave a Reply