গোঁয়ার [ gōm̐ẏāra ] বিণ.
১. একগুঁয়ে, জেদি;
২. হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন;
৩. দুঃসাহসী;
৪. অশিক্ষিত, অমার্জিত।
[বাং. গাঁও + আর-তু. হি. গমার]।
গোঁয়ারগোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী।
গোঁয়ারতুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ।
কাঠগোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে।
Leave a Reply