গোঁয়া [ gōm̐ẏā ] (বর্ত. অপ্র.) ক্রি.
১. অতিবাহিত করা, কাটানো (দিন গোঁয়ানো);
২. অতিবাহিত হওয়া, যাপিত হওয়া (‘মিছে খেলায় দিন গোঁয়াল: রা. প্র.);
৩. অনুগমন করা (‘সকল লোক পশ্চাতে গোঁয়ার’: কৃত্তি);
৪. মিলেমিশে একসঙ্গে বাস করা (তার সঙ্গে গোঁয়ানো শক্ত)।
[বৈ. সা. গোঁআ < গম্ + বাং. আ]।
গোঁয়ানো ক্রি. গোঁয়া -র অনুরূপ।
☐ বি. যাপন, অতিবাহন।
☐ বিণ. যাপিত, অতিবাহিত।
Leave a Reply