গোটা১ [ gōṭā১. ] বিণ.
১. আস্ত, অখণ্ড, সম্পূর্ণ (গোটা বাড়িটা, গোটা দেশ, গোটা গোটা ডিম);
২. বিভিন্নরকম চূর্ণ মশলার মিশ্রণ;
৩. বস্তু বা সংখ্যার নির্দেশক, -টা, মাত্র (গোটা পাঁচেক)।
☐ বি. (আঞ্চ.) আস্ত জিনিস (গোটা সেদ্ধ)।
[দেশি]।
গোটাকতক, গোটাকয়েক বিণ. অল্প কয়েকটি।
গোটা গোটা বিণ. আস্ত আস্ত, অভঙ্গ (গোটা গোটা ডিম)।
[গুটি১ দ্র]।
গোটা২, গোটানো [ gōṭā২., gōṭānō ] যথাক্রমে গুটা ও গুটানো -র চলিত রূপ।
Leave a Reply