গোছ [ gōcha ] বি.
১. বত্রিশটির সমষ্টি বা গুচ্ছ (দুই গোছ পান);
২. আঁটি (ধানের গোছ);
৩. সুবন্দোবস্ত, শৃঙ্খলা (কাজের গোছ);
৪. রকম (বেঁটে গেছের লোক);
৫. গোড়ালির উপরে হাঁটুর নীচের অংশ (পায়ের গোছ)।
[সং. গুচ্ছ]।
গোছগাছ বি. বিন্যাস; সুশৃঙ্খলভাবে স্হাপন; গুছিয়ে রাখা, পরিপাটি।
Leave a Reply