গোঁড়া১ [ gōn̐ḍā ] বিণ. গোঁড়বিশিষ্ট অর্থ উঁচু নাভিবিশিষ্ট।
[বাং. গোঁড় + আ]।
গোঁড়ালেবু বি. অত্যন্ত টক স্বাদের বড় লেবুবিশেষ, জামির।
গোঁড়া২ [ gōn̐ḍā ] বিণ. (ধর্মমতাদিতে) অন্ধবিশ্বাসী এবং একগুঁয়েভাবে অনুসরণকারী; একান্ত রক্ষণশীল (গোঁড়া বৈষ্ণব); অন্ধভক্ত; অত্যধিক পক্ষপাতী।
[বাং. গোঁড় (গোড়=পদমূল) + আ, orthodox বা fundamentalist অর্থে]।
গোঁড়ামি, (কথ্য) গোঁড়ামো বি. অন্ধবিশ্বাস ও একগুঁয়েমি; একান্ত রক্ষণশীলতা; অন্ধ ভক্তি; অতিরিক্ত পক্ষপাত।
Leave a Reply