গৃহ্য১ [ gṛhya ] বিণ.
১. গ্রহণযোগ্য;
২. আয়ত্ত।
[সং. √গ্রহ্ + য]।
গৃহ্য২ [ gṛhya ] বিণ.
১. গৃহসম্বন্ধীয় (গৃহ্যকর্ম);
২. গৃহপালিত;
৩. গৃহে উত্পন্ন বা জাত।
☐ বি. গৃহ্যসূত্র।
[সং. গৃহ + য]।
গৃহ্যসূত্র বি. জাতকর্ম বিবাহ প্রভৃতি গৃহস্হের অনুষ্ঠেয় সংস্কারের বিধিসংবলিত প্রাচীন গ্রন্হবিশেষ।
Leave a Reply