গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] ক্রি.
১. ঢোকানো (মাথা গুঁজবার জায়গা);
২. পোঁতা (পেরেক গোঁজা);
৩. এঁটে রাখা, স্হাপন করা (কানে কলম গোঁজা) ;
৪. লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা);
৫. নিচু করা (মুখ গোঁজা)।
☐ বি.
১. অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু;
২. খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ;
৩. খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়।
☐ বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন।
[বাং. √গুঁজ্ + আ]।
গুঁজামিল, গোঁজামিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া।
Leave a Reply